ফেসবুক আইডি হ্যাক হলে উদ্ধারের উপায়

ফেসবুক আইডি হ্যাক হলে উদ্ধারের উপায় সম্পর্কে বিস্তারিত জানতে সম্পূর্ণ পোস্টটি মনোযোগ দিয়ে পড়ুন। ফেসবুকের উপর মানুষ এতটাই নির্ভরশীল হয়ে গেছে যে বর্তমানে ফেসবুক ছাড়া মানুষ চলতেই পারে না। ফেসবুকে আমরা অনেক কিছুই শেয়ার করে থাকি। ছবি, ভিডিও এবং আরো গুরুত্বপূর্ণ তথ্য। 

ফেসবুক-আইডি-হ্যাক-হলে-উদ্ধারের-উপায়

আমরা ফেসবুক মেসেঞ্জার এর মাধ্যমে আমাদের বন্ধু-বান্ধব আত্মীয়-স্বজনসহ বিভিন্ন মানুষের সাথে কথোপকথন করে থাকি। কিন্তু এই ফেসবুক আমাদের অসাবধানতার কারণে অনেক সময় হ্যাক হয়ে যায়। ফেসবুক আইডি হ্যাক হওয়ার কারণে আমাদের বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয়। আসুন আমরা জেনে নিই ফেসবুক আইডি হ্যাক হলে কিভাবে উদ্ধার করতে হয়।

পেজ সূচিপত্রঃ ফেসবুক আইডি হ্যাক হলে উদ্ধার করার উপায় গুলো হলঃ-

ফেসবুক আইডি হ্যাক হলে উদ্ধারের উপায় 

ফেসবুক আইডি হ্যাক হলে উদ্ধারের উপায় সম্পর্কে জানার জন্য, ফেসবুক একাউন্ট হ্যাকিং এখন আতঙ্কের অন্যতম বিষয়। জনপ্রিয় কিংবা বড় বড় মানুষেরাই নন যে কেউ হতে পারেন হ্যাকারদের টার্গেট। আপনার প্রোফাইল হ্যাক করতে পারে আপনারই কাছের কোন বন্ধু বা পরিচিতর কাছে থেকে হাতিয়ে নেয় এমন ঘটনার মুখোমুখি হচ্ছেন অনেক মানুষ।

অ্যাকাউন্ট হ্যাক হলে তা ফিরে পেতে পারেন। জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সুবিধা নেয়ার পাশাপাশি ব্যবহারকারী মাঝেমধ্যে অসুবিধার মধ্যে পড়েন। প্রতারোগ্রা ফেসবুক অ্যাকাউন্ট হাতে নিয়ে তা ফেরত দেওয়ার কথা বলে বিভিন্ন সময় বিভিন্নভাবে ব্ল্যাকমেইল করেন। কখনো আবার অ্যাকাউন্ট হ্যাক করে অপরাধমূলক কিছু পোস্ট করে যা আপনাকে বিপদ ও বিব্রতকর পরিস্থিতি মুখে ফেলে দেয়। 

ফেসবুক আইডি এর অন্যান্য সতর্কতা 
  1. ফেসবুকের একটি পরিচিত অংশ ফেক আইডি। বেকাররা তাদের সাধারণত ফেক আইডি দিয়ে কারো ফ্রেন্ড হওয়ার চেষ্টা করে এবং খুবই গুরুত্বপূর্ণ ও ব্যক্তিগত তথ্য হ্যাঁ করতে পারে। তাই ফ্রেন্ড রিকোয়েস্ট একসেপ্ট করার ক্ষেত্রে অবশ্যই যাচাই-বাছাই করে নিতে হবে।
  2. ফেসবুকে পাবলিক অডিয়েন্সে যাচ্ছে তাই শেয়ার করা ঠিক নয়। একান্ত প্রয়োজন না হলে পোষ্টের প্রাইভেসি ফ্রেন্ডস রাখা উত্তম।
  3. ফেসবুক মেসেঞ্জারে কেউ কোন লিংক শেয়ার করলে তাতে নির্বিচারে প্রবেশ করা ঠিক নয়। সেটা আগে যাচাই-বাছাই করতে হবে তারপর প্রবেশ করতে হবে।
  4. দুর্বল ব্যাকরণ বানান অদ্ভুত চিহ্ন সম্মিলিত কিংবা আপনার ব্যক্তিগত তথ্য যেমন ক্রেডিট কার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমের তথ্য ইত্যাদি চায় এমন লিংক বা মেসেজ সন্দেহজনক হতে পারে।
  5. ফেসবুকে কোন অনাকাঙ্ক্ষিত পোস্ট বা মেসেজ পেলে রিপোর্ট করতে হবে। যদি কোন আইডি ফেক বলে মনে হয় তাহলে অবশ্যই রিপোর্ট করুন।
  6. সন্দেহ মূলক কোন আইডি বা পোস্ট সন্দেহজনক মনে হলে অবশ্যই সেটি রিমুভ করে দেন।
  7. আপনার ডিভাইসের শক্তিশালী ও আপডেটেড অ্যান্টিভাইরাস ব্যবহার করুন। নিয়মিত ডিভাইস  স্ক্যান করুন আপনার ডিভাইসের সকলে অ্যাপ নিয়মিত আপডেট দিন।

ফেসবুক আইডি হ্যাক হওয়ার কারণ

সাধারণত কেউ যখন আপনার ফেসবুক অ্যাকাউন্ট এর পাসওয়ার্ড জানতে পারে, সেটা যে কোনভাবেই হোক, তখনই অ্যাকাউন্ট হ্যাক এর ঘটনা ঘটে। ফেসবুক এক্ষেত্রে বিশেষভাবে ঝুঁকিপূর্ণ, কারণ মানুষ তাদের facebook অ্যাকাউন্ট এর সংস্পর্শে এসে বিভিন্ন ওয়েবসাইট ও বিভিন্ন অ্যাপে লগইন করা হয়। আর সেখানে কেউ যদি আপনার আইডির নিয়ন্ত্রণ করে থাকে তাহলে আপনি অনেক ক্ষতির সামনে পড়বেন। 

ফেসবুক আইডি হ্যাক আমাদের অসতর্কতার কারণেই হয়ে থাকে। বেশিরভাগ সময় আমাদের ফেসবুক আইডি হ্যাক হয়ে থাকে। এছাড়াও বিভিন্ন কারণে আমাদের ফেসবুক আইডি হ্যাক হতে পারে। ফেসবুক আইডি হ্যাক হওয়ার কারণগুলো নিম্নে আলোচনা করা হলো।

আরও পড়ুনঃ ইউটিউবের নতুন ড্রিম স্ক্রিন ফিচার

অপরিচিত লিংকে ক্লিক করা 

অপরিচিত লিংকে ক্লিক করলে অনেক সময় হ্যাকাররা ফেসবুক আইডি হ্যাক করার জন্য বিভিন্ন লিংক ক্রিয়েট করে মেসেঞ্জারে পাঠিয়ে থাকে। সেই লিংকে এর টাইটেল অনেক আকর্ষণীয় হয়ে থাকে। যেমন ৩০ জিবি ইন্টারনেট পাচ্ছেন মাত্র ৫০ টাকায়, ফ্রিতে আইফোন জিতে নিতে চাইলে ক্লিক করুন, অ্যাকাউন্ট খুললেই পেয়ে যাবেন 5000 টাকা এ ধরনের লোভনীয় টাইটেল দ্বারা ব্যবহার করে থাকে। এইসব লিংকে ক্লিক করলে ফেসবুক আইডি হ্যাক হয়ে যাবে।

শক্তিশালী পাসওয়ার্ড সেট না করা 

শক্তিশালী পাসওয়ার্ড সেট না করলে আপনার ফেইসবুক আইডি হ্যাক হয়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। এক্ষেত্রে হ্যাকাররা আপনার ফেইসবুক এ্যাকাউন্ট খুব সহজেই হ্যাক করতে পারে। আর তার ফলে আপনার আইডি যেকোন সময় হারিয়ে ফেলতে পারেন। তাই অবশ্যই শক্তিশালী পাসওয়ার্ড সেট করবেন।
 
পাসওয়ার্ড অন্য কাউকে শেয়ার করা
 
আপনার ফেসবুক আইডির পাসওয়ার্ড যদি আপনি অন্য কাউকে দিয়ে থাকেন তবে আপনার ফেসবুক আইডি হ্যাক হতে পারে। কারণ আপনি যাকে বিশ্বাস করে আপনার ফেসবুকের পাসওয়ার্ড দিয়েছেন সে যদি বিশ্বস্ত না হয় তবে আপনার ফেসবুক আইডির পাসওয়ার্ড টা চেঞ্জ করে ফেলতে পারে এবং আপনার সকল ডকুমেন্ট ডিলিট করে দিতে পারে।

অন্য কারো ডিভাইসে ফেসবুক আইডি লগইন করা 

নিজের ডিভাইস ব্যতীত অন্য কারও ডিভাইসে আপনার ফেসবুক আইডি লগইন করলে ফেসবুক আইডি হ্যাক হতে পারে। আপনি যেকোন প্রয়োজনে অন্য কারো ডিভাইসে আপনার ফেসবুক আইডি লগইন করে যদি লগ আউট করতে ভুলে যান তবেই পড়ে যাবেন বিপদে। আপনার একাউন্টটি উক্তিটি ভাইদের মালিকের আন্ডারে চলে যাবে এবং আপনি আপনার একাউন্টে হারাবেন।

অপরিচিত কারো ফ্রেন্ড রিকোয়েস্ট একসেপ্ট করা 

অপরিচিত কারো ফ্রেন্ড রিকোয়েস্ট একসেপ্ট করলেও ফেসবুক আইডি হ্যাক হতে পারে। হ্যাকাররা অনেক সময় বিভিন্ন ফেক আইডি খুলে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে থাকে। সেই রিকোয়েস্ট একসেপ্ট করার ফলে আপনার আইডিটি হ্যাক হয়ে যেতে পারে।

উপরে উক্ত কারণে সাধারণত ফেসবুক আইডি হ্যাক হয়ে থাকে। এতক্ষণ আমরা ফেসবুক আইডি হ্যাক হওয়ার কারণগুলো নিয়ে আলোচনা করলাম। এবার আমরা জানবো ফেসবুক অ্যাকাউন্টটি হ্যাক হয়েছে কিনা সেটা কিভাবে বুঝতে পারবেন।

ফেসবুক আইডি হ্যাক হয়েছে কিভাবে বুঝবেন 

ফেসবুক আইডি হ্যাক হলে উদ্ধারের উপায় বলতে গেলে ফেসবুক আইডি হ্যাক হয়েছে কিনা সেটি বোঝার নিয়ম অনেকেই জানেনা। শুধু হ্যাকাররাই যে ফেসবুক আইডি হ্যাক করে তা কিন্তু নয় আপনার পরিচিত অনেকে আছে যারা আপনার ফেসবুকের পাসওয়ার্ড চুরি করে আপনার ফেসবুকে ঢুকে আপনার এক্টিভিটি চেক করে। আপনি কার সাথে চ্যাট করছেন কি কি কথা বলছেন এগুলো দেখে থাকে। 

আপনার কাছে সব সময় ফোন নাও থাকতে পারে। যেমন ধরন বিমানে ভ্রমণ কালে বা অন্য কোন ক্ষেত্রে। তখন কিভাবে কোড ভেরিফিকেশন করবেন? এই সমস্যা সম্মুখীন যেন না হতে হয় তার জন্য রয়েছে ব্যাকআপ প্ল্যান। উক্ত ডিরেকশন এই  Recovery Codes অপশন পাবেন, এর পাশে  show codes এ ক্লিক করলে আপনাকে ১০ টি কোড দেওয়া হবে। এই কোডগুলো স্ক্রিনশট নিয়ে সেভ করে রাখতে পারেন অথবা কোথাও লিখে রাখতে পারেন। প্রতিটি কোড একবার করে ব্যবহার করা যাবে।

এতে করে আপনার প্রাইভেসি নষ্ট হয় আপনার ফেসবুক একাউন্টে কেউ প্রবেশ করেছে কিনা সেটি জানার জন্য আপনাকে তিনটি কাজ করতে হবে। এগুলো হলোঃ

 একাউন্টে যদি লগইন করা না যায়
 
 আপনি যদি আপনার ফেসবুকে লগইন করতে না পারেন, অর্থাৎ হ্যাকার যদি আপনার আইডির পাসওয়ার্ড পরিবর্তন করে ফেলে তাহলেও অ্যাকাউন্ট পুনরুদ্ধারের উপায় আছে। আইডি যদি কোন কম্পিউটারে লগইন করা থাকে তাহলে, সে কম্পিউটার থেকে কিভাবে একাউন্টে পুনরুদ্ধার করতে চান। কভার ফটো নিচে এই সংকেতে ক্লিক করুন। এবার সামথিং এলস অপশনটি বাছাই করুন  এবং নেক্সট বাটনে ক্লিক করুন। এরপর রিকভার দিস অ্যাকাউন্ট অপশনে ক্লিক করুন। এরপরের নির্দেশনা গুলো অনুসরণ করুন।

অ্যাক্টিভিটি লগ চেক করা
 
এক্টিভিটি লক চেক করার মাধ্যমে আপনি বুঝতে পারবেন আপনার আইডি কেউ ব্যবহার করছে কিনা। এক্টিভিটি লগে কি কি বিষয় সার্চ করা হয়েছে কোন কোন ভিডিও দেখা হয়েছে কোন পোস্টে বা স্টোরিতে লাইক কমেন্ট করা হয়েছে কিনা সবকিছু দেখা যায়। এক্টিভিটি লক চেক করে কোন সন্দেহজনক কিছু দেখলে বুঝতে পারবেন আপনার আইডি হ্যাক হয়েছে।

এক্টিভিটি লক চেক করার জন্য আপনাকে প্রথমে আপনার ফেসবুকে ঢুকতে হবে এরপর উপরে ডান কোনায় আপনার প্রোফাইলের উপর ক্লিক করতে হবে। এবার নিচের দিকে এসে সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করার পর আবার সেটিংসে ক্লিক করুন। এরপর নিচের দিকে স্ক্রল করে আসার পর অ্যাক্টিভিটি লক অপশনটি দেখতে পাবেন। সেখানে ক্লিক করে আপনার অ্যাক্টিভিটি লগ চেক করুন।

লগইন ইনফরমেশন চেক করা

লগইন ইনফরমেশন চেক করলে জানতে পারবেন যে আপনার ফেইসবুক আইডিতে কোন ডিভাইস থেকে আর কত তারিখে, কয়টার সময় আপনার একাউন্ট লগ ইন করা হয়েছে তা বিস্তারিত জানতে পারবেন। সেখানে যদি সন্দেহ জনক ডিভাইস থাকে অর্থাৎ যে ডিভাইস আপনি ব্যবহার করছেন সেটা ব্যতীত অন্য কোন ডিভাইস দেখলে সেটি রিমুভ করে দিন।


লগিন ইনফরমেশন চেক করার জন্য আপনাকে আবার এক্টিভিটি লগ অপশনে যেতে হবে। ( উপরে একটিভিটি লগ অপশনে যাওয়ার সিস্টেম লিখা আছে )। এরপর Security and login information এ ক্লিক করে where you're logged in এ ক্লিক করলে কোন কোন ডিভাইস দ্বারা আপনার অ্যাকাউন্ট লগইন হয়েছে তা দেখতে পাবেন।

লোকেশন হিস্ট্রি চেক করা
 
লোকেশন হিস্ট্রি চেক করার সময় এটি অবশ্যই চালু রাখতে হবে কারণ এটি চালু থাকলে আপনার একাউন্টে অন্য কেউ প্রবেশ করলে সে যে জায়গা থেকে লগইন করবে সেই লোকেশন ফেসবুকে লিপিবদ্ধ হয়ে থাকবে। ফলে লোকেশন হিস্ট্রি চেক করার মাধ্যমেও আপনি বুঝতে পারবেন আপনার অ্যাকাউন্ট হ্যাক হয়েছে কিনা। লোকেশন হিস্ট্রি চেক করার জন্য আপনাকে ফেসবুক অ্যাপ এ প্রবেশ করে উপরে ডান কোনায় প্রোফাইল আইকন এর উপর ক্লিক করুন।

এরপর নিচের দিকে স্ক্রল করে এসে Settings & privacy থেকে Privacy Shortcuts এ ক্লিক করুন। এবার Manage Your Location Settings এ ক্লিক করুন। তারপর Location History থেকে View Your Location History তে ক্লিক করলেই কোন কোন লোকেশন থেকে আপনার একাউন্ট লগইন হয়েছে তা দেখতে পাবেন।

 উল্লেখ্য, হ্যাকার যদি আপনার ফেসবুক একাউন্টে ইমেইল ঠিকানা পরিবর্তন করে ফেলে, তাহলে সেটি আবার আগের অবস্থায় ফিরিয়ে আনা সম্ভব। যখন অ্যাকাউন্টের email ঠিকানা পরিবর্তন করা হয়, তখন ফেসবুক কর্তৃপক্ষ আগের ইমেইলে একটি বিশেষ লিংক সহ ইমেইল পাঠায়। সেই লিংকে ক্লিক করে আবারো আগের ইমেইল পুনঃস্থাপন করা যাবে।

ফেসবুক আইডি হ্যাক হলে কিভাবে পুনরুদ্ধার করবেন 

ফেইসবুক আইডি হ্যাক হলে যেভাবে পুনরুদ্ধার করবেন, আপনি যদি কয়েকটি পদ্ধতি অবলম্বন করে আপনার একাউন্টটি পুনরুদ্ধার করতে পারবেন। যেভাবে হ্যাক হয়ে যাওয়া ফেসবুক অ্যাকাউন্ট পুনরুদ্ধার করবেন তা নিচে আলোচনা করা হলোঃ

ফেসবুক-আইডি-হ্যাক-হলে-উদ্ধারের-উপায়
পাসওয়ার্ড পরিবর্তন

আপনি যদি বুঝতে পারেন আপনার ফেসবুক অ্যাকাউন্টটি হ্যাক হয়েছে এবং আপনার একাউন্টটি যদি লগইন করা থাকে তবে আপনি খুব দ্রুত আপনার একাউন্টের পাসওয়ার্ড পরিবর্তন করে ফেলুন। তবে এই কাজটা খুব দ্রুতই করতে হবে কারণ হ্যাকার যেকোনো সময় আপনার একাউন্টের পাসওয়ার্ড পরিবর্তন করে ফেলতে পারে। তখন আপনি ইচ্ছা করলেও আর পাসওয়ার্ড পরিবর্তন করতে পারবেন না।

আপনার ফেসবুক একাউন্টের পাসওয়ার্ড অবশ্যই শক্তিশালী হতে হবে। পাসওয়ার্ডের নিজের নাম্বার জন্ম তারিখের কোন অংশ কিংবা কোন সাধারণ শব্দ ব্যবহার করা থেকে বিরত থাকতে হবে।আপনার ফেইসবুক একাউন্টের পাসওয়ার্ড এমন হতে হবে যেন তা কেউ আন্দাজ করতে না পারে। পাসওয়ার্ড কমপক্ষে ৮ সংখ্যার হতে হবে কারন যত বড় হবে ততই ভালো হবে।এবং অন্যজনের সেটা আন্দাজ করা কঠিন হয়ে যাবে। শক্তিশালী পাসওয়ার্ড এর আরেকটি অন্যতম বৈশিষ্ট্য হলো ছোট হাতের অক্ষর বা বড় হাতের অক্ষর বা বিশেষ চিহ্ন ও সংখ্যার মিশ্রণ দিয়ে তৈরি করতে হবে।

রিমেম্বার পাসওয়ার্ড ব্যবহার না করা

এটি বিশেষভাবে প্রযোজ্য যখন আপনি অন্য কারো ডিভাইস দিয়ে আপনার ফেসবুক অ্যাকাউন্ট লগইন করবেন। ফেসবুকে লগইন করার সময়Remember Password for this site এ ধরনের একটি মেসেজ প্রদর্শন করে। এটিতেRemember password অপশনে ক্লিক না করে Never remember password for this site কিংবাNot Now অপশনটি বেছে নেওয়া ভালো। পরবর্তীতে লগ আউট বা লগইন করার পরে আবার নিজের ডিভাইস থেকে পাসওয়ার্ড পরিবর্তন করে দিতে পারেন।

পাসওয়ার্ড রিসেট করা
 
হ্যাকার যদি ইতিমধ্যে আপনার ফেসবুক অ্যাকাউন্ট এর পাসওয়ার্ড পরিবর্তন করে ফেলে তবে আপনাকে পাসওয়ার্ড রিসেট করতে হবে। পাসওয়ার্ড পরিবর্তন করে ফেললে আপনি আর আপনার একাউন্টে প্রবেশ করতে পারবেন না। পাসওয়ার্ড রিসিভ করার জন্য আপনাকে ফেসবুক অ্যাপ বা ওয়েবসাইট প্রবেশ করে Forgotten password ক্লিক করতে হবে।এরপর আপনার Email Address or Mobile number দিয়ে Search ক্লিক করে আপনার একাউন্টটি খুঁজে বের করতে হবে।

এবার Try another way তে ক্লিক করার পর Reset your password এর অপশন আসবে সেখান থেকে কোন অপশনে আপনি পাসওয়ার্ড রিসেট করতে চান সেই অপশন সিলেক্ট করে continue তে ক্লিক করলে ফেসবুক থেকে পাসওয়ার্ড রিসেটের কোড পাঠিয়ে দিবে। এবার এই কোডটি আপনাকে পাঠানো হবে সেই কোডটি লিখে কন্টিনিউতে ক্লিক করতে হবে।

এরপর আপনাকে নতুন পাসওয়ার্ড সেট করতে বলবে। এখন আপনি নতুন পাসওয়ার্ড সেট করে কন্টিনিউতে ক্লিক করলেই আপনার একাউন্টের পাসওয়ার্ড রিসেট হয়ে যাবে তবে অবশ্যই নিচে লেখা  Log out of other devices এই অপশনটি সিলেক্ট করে দিবেন যাতে হ্যাকারের ফোন থেকে আপনার একাউন্টটি লগ আউট হয়ে যায়।

ফেসবুক একাউন্ট হ্যাক থেকে বাঁচার উপায় 

ফেসবুক একাউন্ট হ্যাক থেকে বাঁচার জন্য, বর্তমানে আমরা ফেসবুকের উপর এত বেশি নির্ভরশীল যেয়ে আমাদের পক্ষে ফেসবুক ব্যবহার বাদ দেওয়া সম্ভব নয়। তবে ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক থেকে বাচার বেশ কিছু উপায় রয়েছে। এখন আমরা ফেসবুক একাউন্ট হ্যাক থেকে কিভাবে বাঁচা যায় তা নিয়ে আলোচনা করব।

যে কোন লিংক ক্লিক করার আগে সতর্ক হতে হবে
 
ফেসবুকে নিউজফিডে আমরা বিভিন্ন ধরনের লিংক দেখতে পাই এছাড়া আমাদের মেসেঞ্জারে অনেক ধরনের লিংক আসে সেই লিংক গুলোতে ক্লিক করার আগে অবশ্যই যাচাই করে নিতে হবে। যে এটা কোন ফেকলিং কিনা বা ফেক লিংক চেনার জন্য বানানের দিকে অবশ্যই নজর দিতে হবে।কারা বড় বড় ওয়েবসাইটের নাম গুলো ব্যবহার করে থাকে।

যেমন: Facebook লিখাটা কে ffacebook, facebok, facebookk, এইভাবে লিখে মানুষকে বোকা বানায়। আপনি যদি বানান চেক না করে লিংকে ক্লিক করেন তবে আপনার একাউন্টে আপনি হারিয়ে ফেলবেন। কোন লোভনীয় অফার দেখলে চিন্তা ভাবনা না করে লিংকে ক্লিক করবেন না এটা অবশ্যই যাচাই করে নিবেন।

থার্ড পার্টি অ্যাপ ব্যবহারে সতর্ক থাকবেন
 
ফেসবুক একাউন্ট হ্যাক থেকে বাঁচার জন্য অবশ্যই থার্ড পার্টি অ্যাপ ব্যবহার করা থেকে সতর্ক হতে হবে। থার্ড পার্টি অ্যাপ গুলো ব্যক্তিগত তথ্য চুরি করে রাখে। ফেসবুক থেকে যদি কোন থার্ড পার্টি অ্যাপেল লগইন করে থাকেন তবে এখনই লগআউট করে সমস্ত তথ্য মুছে দিন।

অন্য কাউকে পাসওয়ার্ড না দেওয়া

অন্য কাউকে পাসওয়ার্ড দেওয়া থেকে বিরত থাকবেন। কারন আপনি যাকে বিশ্বাস করে পাসওয়ার্ড দিবেন সে যেকোনো ছোটখাট ব্যাপারে কোন ঝামেলা হলে আপনার একাউন্ট হ্যাক করে নিতে পারে। তাই সে যতই আপনার কাছের মানুষ হোক না কেন পাসওয়ার্ড দেওয়া ক্ষেত্রে সাবধান হয়ে যান।

শক্তিশালী পাসওয়ার্ড সেট করা
 
আপনার ফেসবুকের পাসওয়ার্ড অবশ্যই শক্তিশালী হতে হবে। সহজ পাসওয়ার্ড হ্যাকাররা খুব সহজে অনুমান করতে পারে হলে যে কোন সময় আইডি হ্যাক হতে পারে। তাই আপনি মনে রাখতে পারবেন এমন শক্তিশালী পাসওয়ার্ড সেট করবেন।

টু ফেক্টর অথেনটিকেশন সিস্টেম চালু রাখা 

ফেসবুক একাউন্ট হ্যাক থেকে বাঁচার জন্য আপনাকে টু ফ্যাক্টর অথেন্টিকেশন সিস্টেম চালু করতে হবে। টু ফ্যাক্টর অথেন্টিক অথেনটিকেশন সিস্টেম চালু থাকলে কেউ আপনার একাউন্টের পাসওয়ার্ড জানলেও সে আপনার একাউন্টে লগইন করতে পারবে না। লগইন করার জন্য টু ফ্যাক্টর অথেন্টিকেশন কোড এর প্রয়োজন হবে। এই কোডটি আপনার মোবাইল নম্বর অথবা ইমেইলে প্রেরণ করা হবে। এক্ষেত্রে আইডি হ্যাক করা সম্ভাবনা কমে যাবে।

পাবলিক কম্পিউটারে ফেসবুক ব্যবহারে সতর্কতা 

পাবলিক কম্পিউটারে ফেসবুক ব্যবহার করার জন্য অবশ্যই সতর্ক অবলম্বন করবেন। পাবলিক কম্পিউটারে যখন আপনার ফেইসবুক একাউন্ট লগইন করবেন তারপর অবশ্যই মনে করে সেটা লগআউট করবেন। এমন অনেকেই আছেন যারা লগআউট করতে ভুলে যান এবং পরবর্তীতে একাউন্ট হ্যাক হয়ে যায়। এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন। আর যদি পারেন তাহলে কখনোই পাবলিক কম্পিউটারে ফেইসবুক আইডি লগইন করবেন না। আর করলেও সেখানে হিস্ট্রি ক্লিয়ার করে দিবেন। 

ফেসবুক আইডি হ্যাক হলে আইনি সহযোগিতা নিন 

ফেসবুক আইডি হ্যাক হলে উদ্ধারের উপায় সম্পর্কে বলতে গেলে, ফেসবুক আইডি হ্যাক হলে আইনি সহযোগিতা নিন, আপনার ফেসবুক অ্যাকাউন্টটি যদি খুব বেশি তথ্যবহুল হয় এবং খুব গুরুত্বপূর্ণ হয়ে থাকে তবে দেরি না করে আপনার নিকটস্থ থানায় জিডি করুন। কারণ ফেসবুক কর্তৃপক্ষকে অভিযোগ জানানোর পর এক অ্যাকাউন্ট রিকভার হতে অনেক ক্ষেত্রে সময় লেগে যায়। আর তাই আপনাকে বিপদে ফেলতে পারে হ্যাকার। তাই অতি শীঘ্র ও পুলিশের সাইবার ক্রাইম ইউনিটে অভিযোগ করুন। 

জিডি করার জন্য আপনাকে দুইটি অ্যাপ্লিকেশন লিখতে হবে সেখানে আপনার ফেসবুক আইডির নাম মোবাইল নাম্বার ইমেল এড্রেস দিতে হবে।এই অ্যাপ্লিকেশন দুইটি থানায় জমা দিলে তারা দুইটি অ্যাপ্লিকেশনের সিল মেরে একটি আপনাকে দিয়ে দিবে এবং অপরটি জমা রাখবে। আপনার জিডির কপি ভোটার আইডি কার্ডের কপি ও ইমেইল এড্রেস  cyber@police.gov.bd এই ইমেইল এড্রেসের মেইল করতে হবে। পরবর্তীতে আপনার একাউন্টটি পুনরুদ্ধারের কাজ সম্পন্ন হলে আপনাকে তারা জানিয়ে দিবে।

ফেসবুক আইডি রিকভার করার নিয়ম 

ফেসবুক আইডি রিকভার করার নিয়ম গুলো হলঃ
  1.  সবার প্রথমেই https://www.facebook.com/hacked এই লিংকে প্রবেশ করতে হবে।
  2.  এখন "My account is compreomised " এটাতে ক্লিক করতে হবে।
  3.  হ্যাক হওয়া একাউন্টটির তথ্য চাইলে সেখানে উল্লেখ করা মোবাইল অথবা ফোন নম্বর যেকোনো দুটি অপশনের একটি তথ্য দিতে হবে। 
  4. আপনার দেওয়া তথ্য যদি সঠিক হয়ে থাকে তাহলে অবশ্যই আপনার আগের আইডি ও পুরাতন আইডিসহ বর্তমান আইডির পাসওয়ার্ড চায়বে। 
  5. এক্ষেত্রে পুরাতন পাসওয়ার্ড দিয়ে পেইজটি কন্টিনিউ রাখতে হবে। হ্যাকার যদি ইমেইল এড্রেস ফোন নাম্বারসহ লগইন এর প্রয়োজনও প্রয়োজনীয় তথ্য পরিবর্তন করে থাকে তাহলে  Need another way to authenticate?->Submit a request to Facebook ক্লিক করে ফেসবুক প্রোফাইল পুনরুদ্ধারের জন্য প্রয়োজনীয় তথ্য ও আইডি সরবরাহের ফরম পূরণ করে হ্যাক হওয়া ফেসবুক অ্যাকাউন্ট উদ্ধার করা সম্ভব।
  6.  তাছাড়া আপনি সোশ্যাল মিডিয়া হ্যাকিং এর জন্য সাইবার পুলিশ বা সিআইডির নিকট যোগাযোগ করতে পারেন। 

যেসব কারনে ফেসবুক আইডি হ্যাক হতে পারে 

বিভিন্ন কারণে ফেসবুক আইডি হ্যাক হতে পারে। কেউ শুধুমাত্র মজা করার জন্য অন্য কারো ফেসবুক আইডি নিজের নিয়ন্ত্রণে নিয়ে নিতে পারে। আইডি হ্যাক এর মাধ্যমে ব্যবহারকারীর সমস্ত ব্যক্তিগত তথ্য নিয়ে মোটা অংকের অর্থ হাতে নিতে চাই। কখনো কখনো ব্যবহারকারী তথ্য ছবি ভিডিও বিক্রি করে দেয়া হয় এরকম নানাবিদ উদ্দেশ্য হাসিল করার জন্য পাসওয়ার্ড আইডি অন্য কারো নিয়ন্ত্রণে চলে যাওয়া সম্ভাবনা থাকে।

ফেসবুক-আইডি-হ্যাক-হলে-উদ্ধারের-উপায়

ফেসবুকে থাকা নানা অ্যাপ সম্পর্কে সতর্ক থাকতে হবে। অনেকেই এসব অ্যাপকে ফেসবুক পাসওয়ার্ড সহ নানা তথ্য দেন। এসব অ্যাপ কর্তৃপক্ষ এ তথ্যগুলো বিভিন্ন বিজ্ঞাপন সংস্থার কাছে বিক্রি করে দিতে পারে। আবার অনেকে দেখা যায় সাইবার ক্যাফেতে কম্পিউটারে অন্য কোন কাজ করার সময় ফেসবুক লগইন করেন। কিন্তু কাজ শেষে ফেসবুক লক অফ করতে ভুলে যান। অনেকে আবার বুঝতে পারেন না রিমেম্বার পাসওয়ার্ড দেওয়া আছে।

অ্যাকাউন্ট ফিশিং বলে হ্যাকারদের একটি কৌশল রয়েছে। এই প্রক্রিয়ায় হ্যাকাররা ফেসবুক মেসেজ অথবা ইমেইলে বিভিন্ন লিংক পাঠায়। ফেসবুকে আসার লিঙ্কের মতো করে এ নোটিফিকেশন আসে। এগুলো যে ফেসবুকের নয় তা সহজে বোঝা যায় না। এসব ওয়েবসাইটে ক্লিক করলেই আইডি চলে যায় হ্যাকারদের দখলে। তাই এসব কিছু থেকে সতর্ক থাকাই ভালো।

ফেসবুক কর্তৃপক্ষের কাছে একাউন্ট পুনরুদ্ধারের জন্য আবেদন 

ফেসবুক আইডি হ্যাক হলে উদ্ধার করার উপায় জানার জন্য ফেসবুক কর্তৃপক্ষের কাছে অ্যাকাউন্ট পুনরুদ্ধারের জন্য আবেদন করতে হবে। হ্যাকার যদি আপনার ফেসবুক অ্যাকাউন্ট খোলার সময় দেওয়া মোবাইল নাম্বার এবং ইমেইল এড্রেস পরিবর্তন করে ফেলে তবে আপনি আর পাসওয়ার্ড রিসেট করতে পারবেন না। সে ক্ষেত্রে অবশ্যই আপনার একাউন্ট ফিরে পেতে হলেই আপনাকে ফেসবুক কর্তৃপক্ষের কাছে আবেদন করতেই হবে।

 আপনার ফেসবুক অ্যাকাউন্ট পুনরায় পুনরুদ্ধার করার জন্য অবশ্যই আপনাকে ফেসবুক কর্তৃপক্ষের নিকট আবেদন করতে হবে। আপনার অ্যাকাউন্ট নিষ্ক্রিয় থাকলে আপনার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্ট পুনরুদ্ধার করা। ফেসবুকে সাইন ইন করার সময় আপনি যদি আপনার অ্যাকাউন্ট নিষ্ক্রিয় করা হয়েছে দেখতে পান তাহলে  facebookhelpcenter429@gmail.com- এ একটি আবেদন জমা দিন। তাহলে আপনার ফেসবুক কর্তৃপক্ষকে আবেদন করা হয়ে যাবে।

শেষ কথাঃ ফেসবুক আইডি হ্যাক হলে উদ্ধারের উপায় 

ফেসবুক আইডি হ্যাক হলে উদ্ধারের উপায় বলতে গেলে প্রথমে আমাদের জানতে হবে ফেসবুক আইডি হ্যাক হওয়ার কারণ কি। আর এগুলো আমরা আজকের পোস্টে বিস্তারিত জেনেছি। আপনার অ্যাকাউন্ট হ্যাক হলে কিভাবে বুঝবেন? কিভাবে হ্যাক হওয়া ফেসবুক অ্যাকাউন্ট পুনরুদ্ধার করবেন? ফেসবুক আইডি হ্যাক হলে যেসব সমস্যার সম্মুখীন হতে হয়, ফেসবুক একাউন্ট হ্যাক থেকে বাঁচার উপায় কি?
ফেসবুক অ্যাকাউন্ট ফিরে পাওয়ার জন্য আইনি সহযোগিতা নেওয়ার উপায়। আজকের এই আর্টিকেলে ফেসবুক আইডি হ্যাক সম্পর্কিত বিস্তারিত আলোচনা করা হয়েছে। আপনি যদি আর্টিকেলটি পুরোটা পড়ে থাকেন তাহলে ফেসবুক আইডি হ্যাক নিয়ে আর কোন চিন্তা আপনার থাকবে না।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url