চুলের যত্নে মেথির উপকারিতা

চুলের যত্নে মেথির উপকারিতা সম্পর্কে আজ আমরা বিস্তারিত জানবো। মেথি আমাদের চুলের জন্য খুবই উপকারী। যা দিয়ে আমরা সম্পূর্ণ চলে যত্ন নিতে পারি। চুলের যত্ন নেওয়ার জন্য মেথি খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আপনি যদি চুলের যত নিয়ে বেশি ভাবেন তাহলে আজকের এই পোস্টটি আপনার জন্য। 

চুলের-যত্নে-মেথির-উপকারিতা

আমরা অনেক সময় চুল নিয়ে বেশি চিন্তাভাবনা করি যে, চুলে ঠিক কি ব্যবহার করলে আমাদের চুল অনেক সুন্দর হবে। এর জন্য আপনি চোখ বন্ধ করে মেথি ব্যবহার করা সিদ্ধান্ত নিতে পারেন।এর ফলে মাথা ত্বক শুষ্ক হয়ে চুল ঝরে পড়ার পরিমাণ কমে যায় মেথির মধ্যে আন্টিল এবং এন্ট্রি ব্যাকটেরিয়াল উপাদান রয়েছে যা খুশকির হাত থেকে চুলকে সম্পূর্ণভাবে রক্ষা করে।

পেজ সূচিপত্র : চুলের জন্য মেথি ব্যবহার করার উপকারিতা গুলো হল -

চুলের যত্নে মেথির উপকারিতা

চুলের যত্নে মেথির উপকারিতা বিভিন্ন রকমের হয়ে থাকে। চুলের যত্ন নেওয়ার জন্য মেথির গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। মেথি দিয়ে বিভিন্ন রকমের তেল হেয়ার প্যাক তৈরি করে সুন্দর করে চুলের যত্ন নেওয়া যায়। চুলের যত্ন নেওয়ার জন্য মেথিতে রয়েছে বিভিন্ন উপকারিতা। মেথি চুল পড়া কমায় দ্রুত বৃদ্ধিতে ভূমিকা রাখে এবং চুল করে ঝলমলে।

আপনি যদি সহজেই সুন্দর চুল পেতে চান তবে মেথি ব্যবহার করতে পারেন । এতে অল্প খরচে এবং ঘরোয়া উপায়ে সুন্দর এবং কাঙ্খিত চুল পাওয়া সম্ভব। কারণ সবাই সুন্দর এবং কাঙ্খিত চুল পাওয়ার আশা করে। প্রতিটা মানুষই তার সুন্দর চুলের আশা করে যেমনি তেমনি আশা করতে হবে যে সুন্দর চুলের যত্ন নেওয়ার। আমরা যদি নিয়মিত চুলের যত্ন করি তাহলে আমাদের চুল সুন্দর সচ্ছল হবে। 

মেথির হেয়ার অয়েল 

চুলের যত্নের জন্য মেথির উপকারিতা নিশ্চিত করতে মেথির হেয়ার অয়েল তৈরি করতে হবে। মেথির হেয়ার অয়েল তৈরি করার জন্য প্রথমে মেথি গুড়া করে নিতে হবে। পাত্রে পরিমাণ মতো নারকেল তেল গরম করে তাতে সেই গোড়া মিশিয়ে নিতে হবে। মেথি গুড়া এবং নারিকেল তেল একসাথে অল্প আসে গরম করে সেকে নিতে হবে। তারপর ঠান্ডা করে ধীরে ধীরে চুলের গোড়ায়  মালিশ করতে হবে। গোড়ায় অর্থাৎ মাথার ত্বকে ভালোভাবে মাসাজ করতে হবে এবং তেল ব্যবহারের ঘন্টা খানেক পর মাথায় চুলে শ্যাম্পু করে নিতে হবে।

মেথির হেয়ার অয়েল করতে হলে অবশ্যই মেসি ব্যবহার করা আবশ্যক। মেথি মেথি হেয়ার অয়েল তৈরি করার জন্য উপরে বিস্তারিত বলা হয়েছে। এখান থেকে আপনি জেনে যেতে পারেন যে কিভাবে মেসির হেয়ার অয়েল তৈরি করতে হয়। উপরে উক্ত বিষয়াদি লক্ষ্য করলে আপনি অবশ্যই মেসির হেয়ার অয়েল তৈরি করতে পারবেন। 

 মেথির হেয়ার প্যাক 

চুলে মেথি ব্যবহার করার উপকারিতা তার জন্য মেথির হেয়ার প্যাক তৈরি করতে হবে। প্রথমে মেথির পরিমাণ মতো দানা ও পরিমান মত টক দই ব্লেন্ড করে নিন। এরপর এরপর চুল এবং স্ক্যাল্প এ লাগিয়ে নিন। এভাবে এক ঘন্টা অপেক্ষা করার পর শ্যাম্পু করে নিন। এইভাবে নিয়মিত ব্যবহার করলে অবশ্যই উপকার পাবেন।

 চুলের খুশকি দূর করতে মেথির ব্যবহার 

মেথি চুলের খুশকি দূর করার জন্য অন্যতম। চুলের অন্যতম প্রধান সমস্যা হলো খুশকি। চুলের খুশকি হলে খুব সহজেই ছোট ছোট লক্ষণ দেখে বোঝা যায় যে মাথায় খুশকি হয়েছে। একটু সচেতন আর একটু যত্ন পরিচর্যার মাধ্যমে সহজেই খুশকি মুক্ত  ও দীর্ঘ ঘন চুল পাওয়া যায়।

খুশকি দূর করার জন্য দুই থেকে তিন চামচ মেথি কাপ পানিতে ১০ থেকে ১২ ঘন্টা ভিজিয়ে রাখুন। এবার মেথি সহ কিছুটা পানি ব্লেন্ড করে নিন। ব্লেন্ড করা মেথির মধ্যে দুই থেকে তিন চামচ টক দই মিশিয়ে দিন।  এবার এই মেথির হেয়ার প্যাকটি সমস্ত চুলে ও স্কেলপে লাগিয়ে নিন। ৩০ থেকে ৪০ মিনিট অপেক্ষা করে তারপর শ্যাম্পু করে নিন। অনেক বেশি খুশি হলে সপ্তাহে অন্তত একদিন এবং কম হলে ১৫ দিনে একবার এই প্যাকটি ব্যবহার করুন। তারপর দেখবেন খুশকি উধাও।

আরু পড়ুন ঃ মিল্ক শেকের উপকারিতা ও অপকারিতা 


চুলের-যত্নে-মেথির-উপকারিতা

চুলের অকালপক্কতা রোধে মেথির ব্যবহার


চুল পাতা নিয়ে অনেকেই অনেক সমস্যায় হতাশায়ের ভোগেন। আর যাদের অল্প বয়সেই চুল পেকে যায় তারা তো অনেক হতাশায় ভোগেন। এটা হওয়ার কারণ চুলে অপুষ্টীয় অযত্নের অভাবে তুলে অকালপক্কতা দেখা দেয়। তাই চুলের যত্নে মেথির ব্যবহার করা উচিত। নারকেল তেলে মেথি অন্তত দুইদিন ভিজিয়ে রাখুন। তারপর তেল কুসুম গরম করে মাথার ত্বকে ম্যাসাজ করুন। চুলের বিভিন্ন সমস্যায় চুলের জন্য মেয়েটি খুবই উপকারী। তাই এটির উপকারী হিসেবে অবশ্যই আপনি চুলে ব্যবহার করতে পারেন। এটি ব্যবহারের ফলে আপনার চুলের অকালপক্কতা রোধ করবে।

চুল বৃদ্ধি করে ও নতুন চুল গজায় 

মেথিতে প্রচুর পরিমাণে রয়েছে লেসি থিম যা চুলের পুষ্টি যোগায় এবং চুলের বৃদ্ধিতে চুল গজাতে কার্যকরী ভূমিকা পালন করে। এক চামচ মেথি এবং এক চামচ সরিষা দানা পাউডার করে নিন দুই থেকে তিন টেবিল চামচ কুসুম গরম পানিতে এই পাউডার ১ ঘন্টা ভিজিয়ে রাখুন। এক চামচ অলিভ অয়েল মিশিয়ে  পেস্ট তৈরি করুন।

ভালোভাবে মাথার তোকে এই পেস্ট লাগিয়ে নিন। 15 মিনিট অপেক্ষা করুন। এবার শ্যাম্পু করে চুল ধুয়ে ফেলুন। সরিষাতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন এ যা চুলের দ্রুত বৃদ্ধিতে উদ্দীপকের মত কাজ করে। এই হেয়ার প্যাকটি চুলের বৃদ্ধি ও নতুন চুল গজাতে বিশেষভাবে উপযোগী।

আমরা চুল বড় করার জন্য বিভিন্ন প্রোডাক্ট বিভিন্ন তেল ইউজ করে থাকে। কিন্তু এসব ব্যবহার না করে ঘরোয়া উপায়ে কিছু দ্রব্য ব্যবহার করলে চুল খুব সুন্দর ও মজবুত হয়। চুলকে সুন্দর ও মজবুত করার জন্য মেথির গুনাগুন সর্বোচ্চ। মেথি ব্যবহার করার ফলে চুল খুব দ্রুত বড় হয়। মেথি ব্যবহারে সঠিক তথ্য জানলে আপনিও অবশ্যই ব্যবহার করতে পারবেন। এবং সে অনুযায়ী ব্যবহার করে আপনার চুল খুব দ্রুত বৃদ্ধি পাবে।

কন্ডিশনার হিসেবে মেথির ব্যবহার

চুলের যত্নে মেথির উপকারিতার চুল কন্ডিশনার হিসেবে থাকে। আর তাই মেথির হেয়ার প্যাক তৈরি করে নিতে হবে। তিন টেবিল চামচ মেথি এক কাপ পানিতে সারারাত ভিজে রাখতে হবে। এরপর চুলে শ্যাম্পু করার পর মেথি ভিরানো পানিটুকু দিয়ে চুল ধুয়ে নিতে হবে। পানির এরূপ ব্যবহার চুলকে কন্ডিশনের মতন করে রাখে। কে করে সফ্ট ও মশ্চারাইজিং।

চুল পড়া বন্ধ করতে মেথির ব্যবহার

চুল পড়া বন্ধ করতে মেয়েটির ব্যবহার খুবই গুরুত্বপূর্ণ। চুল পরা বন্ধ করার জন্য মেথি ব্যবহার করাটা জরুরী। মেথি বিভিন্নভাবে ব্যবহার করা যায়। যেমনঃ রাতের রাতের বেলা মেথি ভিজিয়ে রাখতে হবে। অর্ধেক রাতে মেথি ভিজিয়ে রাখা ভালো তাতে করে মেথি অনেক ভালোভাবে ভিজে যায়। সকালে সেটা ব্লেন্ড করে। মেথি এবং মেথির সাথে নারিকেল তেল ও কালোজিরা ব্লেন্ড মিক্স করে নিতে হবে। এরপর শ্যাম্পু করার আগে ১০ থেকে ১৫ মিনিট মাথায় মাসাজ করে এবং চুলের ম্যাসাজ করে রাখতে হবে ৩০ থেকে ৪০ মিনিটের মতো।

নিয়মিত গোসলের আগে যদি মেথি এইভাবে ব্যবহার করা যায় তাহলে খুব দ্রুতই চুল পড়া বন্ধ হয়ে যাবে। মেথি থেকে সঠিকভাবে ব্যবহার করতে পারলে চুলের গোড়া মজবুত হবে এবং চুল সিল্কি হবে। মেথি সঠিকভাবে ব্যবহার করতে হবে । মেথি থেকে বিভিন্ন উপাদান পাওয়া যায় যা চুলের জন্য খুবই উপকারী। এইসব গুণাগুণ থাকার কারণে চুল খুব দ্রুত পড়া বন্ধ করতে সাহায্য করে। এছাড়া চুল লম্বা করতেও সাহায্য করে।

চুল বড় করার জন্য মেথি


চুলের যত্নের জন্য মেথির উপকারিতা অনেক বেশি। ঘন লম্বা কালো এবং বড় করতে মেথি ব্যবহার করা উচিত। দুই থেকে তিন চামচ মেথি সারারাত পানিতে ভিজিয়ে রেখে এবং সেটা ব্লেন্ড করে চুলও ক্যালপে মেসেজ করতে হবে। ১০ থেকে ১৫ মিনিট পর শ্যাম্পু করে নিতে হবে। এভাবে নিয়মিত ব্যবহার করলে চুল দ্রুত বড় হয়।

মেথি চুলে দেওয়ার নিয়ম

চুলের যত্নে মেথির উপকারিতা বিভিন্ন ধরনের। মেথি চুলের জন্য খুবই উপকারী এবং উপযুক্ত একটি উপাদান। নিয়মিত চুলে এবং স্কেলপে মেথি ব্যবহার করলে চুল পড়া কমে চুল  দ্রুত লম্বা হয় চুলের খুশকি দূর হয়। চুলে মেথি দেওয়ার আগে মেথি অবশ্যই পানিতে ভিজিয়ে রাখতে হবে, ভেজানো মেথি ব্লেন্ড করে নিতে হবে।

এরপর ব্লেন্ড করা মেথির সাথে আরো কিছু উপকরণ মেশানো যেতে পারে। যেমন, সরিষা বাটা, কালোজিরা বাটা, মেহেদি পাতা বাটা এবং নারিকেল তেল। এ সমস্ত উপকরণগুলো একসাথে মিশিয়ে মাথায় চুলে ও স্কেলপে মাসাজ করে নিতে হবে। ১৫ থেকে ২০ মিনিট অপেক্ষা করতে হবে। এরপর শ্যাম্পু করে ধুয়ে নিতে হবে। এভাবেই মেথি দিতে হবে মাথায় তাহলে চুলের বৃদ্ধি খুব দ্রুত হওয়া সম্ভব।


চুলের-যত্নে-মেথির-উপকারিতা

শেষ কথাঃ চুলের যত্নে মেথির উপকারিতা

চুলের যত্নে মেথির উপকারিতা সম্পর্কে জানলেন। এরপরও যদি আপনার চুলের কোন চিকিৎসা চলে বা এই চুল পড়া সমস্যা অত্যন্ত গুরুত্বর হলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিবেন। যেকোনো হেয়ার প্যাক বা ঘরোয়া উপায় কাজে লাগানোর আগে চিকিৎসকের প্রসঙ্গে আলোচনা করে নিতে ভুলবেন না। মেথির উপকারিতা ও অপকারিতা সম্পর্কে জেনে এবার আপনি আপনার চুলের জন্য মেথি ব্যবহার করতে পারবেন। 

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url